দেশজুড়ে

রাজশাহীতে ১৪ দিনের লকডাউন চান রামেক পরিচালক

করোনা সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউন যথেষ্ট নয় বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

Advertisement

সোমবার (১৪ জুন) সকালে লকডাউন বাড়িয়ে ১৪ দিন করলে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানান তিনি।

তিনি বলেন, মাত্র চারদিন হল লকডাউনের। এই স্বল্প সময়ে করোনা পরিস্থিতি নির্ণয় করা মুশকিল। গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা উপসর্গ ও সংক্রমণে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটছে। এদের মধ্যে রাজশাহী জেলার তিন জন। তাই এখনই বলা যাবে না সাত দিনের লকডাউন কতটা কার্যকর হবে।

জেনারেল শামীম ইয়াজদানী বলেন, প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী ভর্তি হচ্ছে। অথচ সে তুলনায় সুস্থ হচ্ছেন অর্ধেকের কম। সাত দিনের লকডাউনে পরিস্থিতি কোন পর্যায়ে থাকছে সেটা দেখার পর নিশ্চয়ই প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

Advertisement

এদিকে রাজশাহীতে চতুর্থ দিনেও কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। দুপুর ১২ থেকে ১টার আগেই নগরীর বিভিন্ন স্থানে লোক সমাগম বন্ধে মাঠে নামছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে টহল দিচ্ছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের (সাধারণ শাখা) দায়িত্ব রত নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, চলমান লকডাউন শেষ হওয়ার একদিন আগে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে আগামীতে লকডাউন বাড়বে না কমবে।

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম

Advertisement