দেশজুড়ে

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ, যা গত একমাসে সর্বোচ্চ। তবে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৫ জন।

Advertisement

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৯ জন, কালিহাতীতে ২১ জন, বাসাইলে পাঁচজন, সখীপুরে চারজন, গোপালপুর ও ঘাটাইলে তিনজন এবং মধুপুর ও দেলদুয়ারে একজন করে রয়েছেন।

তিনি আরও জানান, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলা দেশের বিভিন্ন জেলার ট্রানজিট পয়েন্ট হওয়ায় এ দুই উপজেলায় করোনা শনাক্তের হার তুলনামূলকভাবে বেশি। ইতোমধ্যে দুই দফায় কালিহাতী উপজেলার ৩৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলাকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুন) সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫ হাজার ৫৩২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৩২২ জন। এছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১০০ জন।

আরিফ উর রহমান টগর/এসএমএম/জিকেএস