ফেনীর সব উপজেলায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন প্রথম ডোজ নেয়া ১৪ হাজার ৪৭৪ জন।
Advertisement
রোববার (১৩ জুন) থেকে জেলা পর্যায়ে প্রাপ্ত সব টিকা শেষ হয়ে যাওয়ায় বন্ধ করা হয়েছে টিকাদান কার্যক্রম।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৭ ফেব্রুয়ারি ফেনী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর টিকা গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করেন ফেনীর ৬৪ হাজার ১৮৭ জন। এদের মধ্যে ১১ হাজার ৯৪৮ জন মোবাইল ফোনে টিকা গ্রহণের কোনো মেসেজ না পাওয়ায় এখনো কোনো ডোজ পাননি।
এদিকে জেলায় প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৫২ হাজার ২৩৯ জন। বাকি ১৪ হাজার ৪৭৪ জন দ্বিতীয় ডোজের টিকা নেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।
Advertisement
জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই সুপার সিরাজ উদ্দিন জানান, শনিবার (১২ জুন) ছাগলনাইয়ায় টিকা প্রয়োগের পর জেলায় অবশিষ্ট আর কোনো টিকা ছিল না। তাই রোববার থেকে ফেনীর সকল উপজেলায় করোনাভাইরাসের টিকাদান বন্ধ ঘোষণা হয়েছে।
এর আগে ফেনীর সদর উপজেলায় ২৪ মে, দাগনভূঞা ও সোনাগাজীতে ২৫ মে, পরশুরামে ২৯ মে, ফুলগাজীতে ৩১ মে ও সর্বশেষ ১২ মে ছাগলনাইয়ায় করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ করা হয়।
জেলা সিভিল সার্জন রফিক উস-ছালেহীন বলেন, ‘জেলায় নিবন্ধনকারীদের মধ্যে ১১ হাজার ৯৪৮ জনকে স্বল্পতার কারণে টিকা দেয়া যায়নি। ৫২ জনকে ২৩৯ জনকে প্রথম ডোজ ও ৩৭ হাজার ৭৬৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। তবে জেলায় আর কোনো টিকা না থাকায় কার্যক্রম বন্ধ ঘোষণা কর হয়েছে। আবার টিকা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএমএম/জিকেএস
Advertisement