দেশজুড়ে

লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে গত একমাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। এটি যেন লোকালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। মানুষের কোনো ক্ষতি করে না বানরটি। এলাকার মানুষও এতে অভ্যস্ত হয়ে পড়েছেন।

Advertisement

রোববার (১৩ জুন) সকালে বানরটিকে বীরগঞ্জ আওয়ামী লীগ অফিসের টিনের চালে, বিকেলে সুজালপুর গ্রামের একটি বাড়িতে ও এর আগে বলাকার মোড়ে ঘুরতে দেখা যায়।

জানা যায়, দীর্ঘদিন থেকে বানরটি পৌর শহরে বিভিন্ন পাড়া-মহল্লায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে বেড়াচ্ছে। এলাকার লোকজনও এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। কেউ আর এটিকে বিরক্ত করেন না। উল্টো সবাই বানরটিকে দেখতে পেলে খাবার এগিয়ে দেন। শিশুরাও বানরটিকে দেখে বেশ আনন্দ পায়।

প্রথম দিকে বানরটিকে দেখতে মানুষ ভিড় জমালেও এখন ব্যাপারটি তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। এখন বানরটিকে দেখতে পেলে মানুষ রুটি, কলা, ভাত, তরকারি ও ফল খেতে দেয়। এসব খাওয়া শেষে বানরটি আবার লাফিয়ে গাছে ও ঘরের চালে উঠে যায়। কাউকে বিরক্ত করে না এটি।

Advertisement

এ ব্যাপারে জানতে চাইলে সমাজসেবক সোহেল নারা জানান, তিনি বিভিন্ন জায়গায় বানরটি দেখেছেন। খাবারও দিয়েছেন একাধিকবার। কিন্তু বানরটির বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কোনো কার্যক্রম তার চোখে পড়েনি।

বীরগঞ্জের সিনিয়র সাংবাদিক আরমান আলী জানান, বানরটি বীরগঞ্জ শহরে প্রায় একমাস থেকে ঘুরে বেড়াচ্ছে। বানরটিকে মানুষ খাবার দিচ্ছে। এটি বীরগঞ্জের লোকালয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল ইসলাম জানান, তিনি এমন কোনো খবর জানেন না বা শুনেননি।

এমদাদুল হক মিলন/এসএমএম/জেআইএম

Advertisement