বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট অর্ধশতাধিক বেসামরিক কর্মচারি নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনীপদের নাম: এমটিডিপদসংখ্যা: ১৯ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমানঅভিজ্ঞতা: ৫ বছর বেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-১)পদসংখ্যা: ০৪ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানঅভিজ্ঞতা: ৩ বছর বেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: লিডিং ফায়ারম্যানপদসংখ্যা: ০৪ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানঅভিজ্ঞতা: ৩ বছর বেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: ফায়ার ইঞ্জিন ড্রাইভারপদসংখ্যা: ০৯ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানঅভিজ্ঞতা: ৫ বছর বেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: ফর্ক লিফট ড্রাইভারপদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানঅভিজ্ঞতা: ৩ বছর বেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-২)পদসংখ্যা: ১৫ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানঅভিজ্ঞতা: ৩ বছর বেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।বয়স: ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।আবেদনপত্র সংগ্রহ: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।আবেদনের ঠিকানা: পরিচালক, বেসরকারি কর্মচারি পরিদফতর, নৌবাহিনী সদর দফতর, বনানী, ঢাকা-১২১৩।আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০১৫সূত্র: সমকাল, ০৫ ডিসেম্বর ২০১৫এসইউ/এমএস
Advertisement