১৯৭১ সালের ৬ ডিসেম্বর মেহেরপুর জেলা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে র্যালি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা কমান্ড। রোববার বেলা ১০টার সময় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও শহীদদের স্বরণে দোয়া করা হয়।মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা প্রশাসক শফিকুল ইসলামসহ জেলার সকল মুক্তিযোদ্ধা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং মেহেরপুর মুক্ত হওয়ার পর পর মুক্তিবাহিনীরা আনন্দ উল্লাস করতে করতে মেহেরপুরে প্রবেশ করে বলেও জানান তারা।আতিকুর রহমান টিটু/এসএস/এমএস
Advertisement