দিনাজপুরে চলতি মাসের ১২ দিনে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে ২ জুন থেকে জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রোববার (১৩ জুন) রাত ৮টায় জেলা করোনা প্রতিরোধ কমিটি মিটিং এ বসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো সময় ঘোষণা হতে পারে লকডাউন।
Advertisement
জানা গেছে, চলতি বছরের ৬ জানুয়ারি জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১০০। এরপর প্রায় দেড় মাস ধরে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। ২০ মার্চ জেলায় একজনের মৃত্যু হয়। চলতি জুনের প্রথম থেকে জেলায় আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।
২ জুন জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন, ৪ জুন দুইজন, ৫ জুন তিনজন, ৬ জুন দুইজন, ৭ জুন একজন, ১১ জুন একজন এবং ১২ ও ১৩ জুন ৪৮ ঘণ্টায় মারা যান পাঁচজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ১৪৩ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা পর্যন্ত জেলায় ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৫ জন পজিটিভ আসে। এর মধ্যে শুধুমাত্র দিনাজপুর সদর উপজেলায় ২৭ জন রয়েছে। শনাক্তের হার ৩২.১৪ শতাংশ।
Advertisement
দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ বলেন, গত তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব নিয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির মিটিং চলছে। যেকোনো সময় লকডাউন ঘোষণা হতে পারে।
এমদাদুল হক মিলন/এএইচ/এমকেএইচ