জাতীয়

সম্পদ গোপনের দায়ে সস্ত্রীক বিপিডিবি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ গোপনের দায়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পূর্ত কর্মের পরিচালক এসএমএ আজিমের (৫৬) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার স্ত্রী নবতারা নুপুরকেও (৪৭) আসামি করা হয়েছে।

Advertisement

রোববার (১৩ জুন) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামি আজিম ও তার স্ত্রী নবতারা নুপুর চট্টগ্রামের উত্তর মধ্য হালিশহর মুনির নগর আনন্দবাজার এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২-এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিপিডিবির কর্মকর্তা আজিমের স্ত্রীর তিন কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৬০৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। এসব সম্পদ আজিম চাকরিকালে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জন করেছেন। আবার সম্পদ আড়াল করার জন্য তিনি তার স্ত্রীর নামে গোপনে বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করেছেন।

Advertisement

মিজানুর রহমান/এআরএ/এমকেএইচ