দেশজুড়ে

ত্রাণ নষ্ট হওয়ায় ইউএনওর বিরুদ্ধে তদন্ত

ত্রাণ নষ্ট হওয়ায় ইউএনওর বিরুদ্ধে তদন্ত

মানিকগঞ্জের সিংগাইরে দুস্থদের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী ইউএনওর গ্যারেজে পচে নষ্ট হওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

রোববার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তদন্ত শুরু করেন।

সিংগাইর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের বক্তব্য শোনেন।

তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রোববার (১৩ জুন) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সিংগাইর উপজেলায় অবস্থান করেন।

Advertisement

এদিকে ত্রাণের মালামাল নষ্ট হওয়ার অভিযোগে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লাকে শোকজ করা হয়েছে বলে শনিবার (১২ জুন) বিকাল থেকে গুঞ্জন শুরু হয়। তবে শোকজ করার বিষয়টি অস্বীকার করেছেন ইউএনও এবং অতিরিক্ত জেলা প্রশাসক।

ইউএনও রুনা লায়লা জাগো নিউজকে জানান, গাড়ির গ্যারেজে ত্রাণের মালামাল নষ্ট হওয়ার ঘটনা সঠিক নয়। একটি মহল প্রশাসনকে বিতর্কিত করতে এ অপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে কোনো শোকজও করা হয়নি।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, ইউএনওকে কোনো শোকজ করা হয়নি। ত্রাণের মালামাল নষ্ট হওয়ার বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসক নির্দেশ দেন। বিষয়টি তদন্ত করেছি।

উল্লেখ্য, করোনাকালে দুস্থদের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির গ্যারেজে সম্প্রতি পচে নষ্ট হওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে অভিযোগ আনা হয় ৩৩৩ নম্বরে ফোন করার পরও এসব ত্রাণ দুস্থদের মাঝে বিতরণ করা হয়নি। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।

Advertisement

বি এম খোরশেদ/এএইচ/এমএস