বুন্দেসলিগার চলতি আসরে ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর বরুশিয়া মনশেনগ্লাডবাখের কাছে এসে হারের স্বাদ পেলো বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে সফরকারী বায়ার্নকে ৩-১ গোলে বিধ্বস্ত করে উড়তে থাকা বায়ার্নকে মাটিতে নামিয়ে আনলো বরুশিয়া মনশেনগ্লাডবাখ। টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা বায়ার্ন প্রতিপক্ষের মাঠে খেলার প্রথমার্ধে একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে গ্লাডবাখের গোলরক্ষক ইয়ান সোমারের দৃঢ়তায় হতাশ হতে হয় মুলার-লেভাদের। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় গার্ডিওলার শিষ্যরা। তবে বিরতির পর ১৪ মিনিটের ব্যবধানে বায়ার্নকে ম্যাচ থেকে ছিটকে দেয় মনশেনগ্লাডবাখ। ম্যাচের ৫৪ মিনিটে সুইডিশ তারকা অস্কার ভেন্তের গোলে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৬৬ মিনিটে স্বাগতিকদের দ্বিতীয় গোলটি উপহার দেন লার্স স্টিনডল। আর ৬৮ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন ফ্যাবিয়ান জনসন। ম্যাচের ৮১ মিনিটে বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন প্রায় নয় মাস পর গোড়ালির চোট কাটিয়ে মাঠে ফেরা ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরি। তাতে কেবল ব্যবধানটাই কমেছে। বাকি সময় আর কোন গোল না হলে প্রথম হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিক।এমআর/এমএস
Advertisement