ফিচার

আজকের ধাঁধা : ০৬ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :১. ‘অনলে জন্ম যার কারিগরে গড়ে,     মাংসের ভিতরে তাকে জলে যাহা চরে।     বারো হাত লেজ তার,     যে খায় সেই মরে।’- কী এই বস্তুটি?২. ‘অর্থের লোভ তার যত পারে নেয়,     আবার চাইলে সব অর্থ ফেরত দেয়।’- কে এই লোভী?৩. ‘অঙ্গুর ফাঙ্গুর ঝাঙ্গুর,     বাপ থাকতে বেটা কেন লেঙ্গুর?’- অদ্ভুত এই জিনিসটি কী?৪. ‘অভিমানে যুদ্ধ করে বীর আকাবাকা,     রক্ত মাংস নাই তার হাড় চর্মে ঢাকা।     হু হু শব্দ করে থাকে শূন্য ভরে,     শুকনায় বাঁচে সে জলে পড়লে মরে।     আফসার উদ্দিন কয় তারে     কি বুঝিব অভিসন্ধি,    এত বড় বীর তবু শিশুর হাতে বন্দি।’- কে এই বীর?উত্তর :১. বড়শি২. ব্যাংক৩. ব্যাঙ্গাচি৪. ঘুড়িএসইউ/এমএস

Advertisement