আন্তর্জাতিক

ভারতে বেসরকারি হাসপাতালের ৮৩ শতাংশ টিকাই বিক্রি হয়নি

টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে ভারতের বেসরকারি হাসপাতালগুলো করোনাভাইরাসের লাখ লাখ ডোজ টিকা কিনলেও সেখান থেকে টিকা নিচ্ছেন না সাধারণ মানুষ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মজুত থাকা করোনা টিকার ৮৩ শতাংশ বিক্রি করতে পারেনি বেসরকারি হাসপাতালগুলো।

Advertisement

কেন্দ্রের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত মে মাসে দেশে সব মিলিয়ে ৭ কোটি ৪০ লাখ করোনা টিকা বাজারে আনা হয়েছিল। বেসরকারি হাসপাতালগুলোতে পাঠানো হয়েছিল ১ কোটি ৮৫ লাখ টিকা, যার মধ্যে মোট ১ কোটি ২৯ লাখ টিকা গ্রহণ করেছিল বেসরকার হাসপাতাগুলো। হিসেবে দেখা গেছে, ওই ১ কোটি ২৯ লাখের মধ্যে বিক্রি হয়েছে মাত্র ২২ লাখ টিকা।

ভারত জুড়ে করোনা টিকার ঘাটতির মধ্যে এই তথ্য বেশ অবাক করা। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালে টিকার দাম অত্যধিক হওয়ার কারণে সাধারণ মানুষ সেখানে টিকা কিনতে যাচ্ছেন না।

তবে সম্প্রতি ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক-৫ এর দাম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া মোদি সরকার ঘোষণা করেছে, দেশটির সব প্রাপ্তবয়স্ককে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

Advertisement

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমকে/জিকেএস