ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
করোনায় মারা গেছেন, ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল আওয়াল (৬৫) ও টাঙ্গাইলের ঘাটাইলের মাজেদা (৫০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদর উপজেলার মোতালেব মিয়া (৫০) ও রাশিদা (৮৫), নেত্রকোনার কলমাকান্দার অলক (৫৫) এবং শেরপুর সদর উপজেলার জাহাঙ্গীর আলম (৫৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন।’
Advertisement
তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা।’
এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, মমেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসএমএম/জিকেএস
Advertisement