করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের পাঁচটি বাড়ি লডকাউনের ঘোষণা দেয়া হয়েছে। ওইসব বাড়ির লোকজনকে ১৪ দিন হোম কোরেন্টাইনে থাকতে হবে।
Advertisement
শনিবার (১২ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধরের নেতৃত্বে প্রশাসনিক একটি দল এ ঘোষণা দেয়।
তারা আটঘর ও স্থানীয় কেউনবাড়ি বাজারের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেন।
রোববার (১৩ জুন) খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের তরুণ সমাজকর্মী লিটু খান গত ৪ জুন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর কয়েকদিন পর ১০ জুন একই এলাকার এক পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হন। আক্রান্তরা হোম আইসোলেশনে আছেন।
Advertisement
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আটঘরের পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
জগন্নাথপুরে এখন পর্যন্ত মোট ২৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২২৪ জন। ১৩ জন হোম আইসোলেশনে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি ও নতুন করে আক্রান্ত পরিবারসহ আটঘর ও কেইনবাড়ি বাজারের লোকজনকে সরকারি নির্দেশনা অনুয়ায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
লিপসন আহমেদ/এসআর/জেআইএম
Advertisement