মেহেরপুর জেলায় আজ নতুন ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে গাংনী উপজেলায় ২৩ জন, সদরে ৯ জন ও মুজিবনগরে ৫ জন।
Advertisement
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬.২৭ ভাগ।
মেহেরপুর জেলার সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্টের ১০২টির মধ্যে পজিটিভ ৩৭ টি। ১০২টি পরীক্ষার মধ্যে অ্যান্টিজেন ৬৬টি ও আরটিপিসিআর পরীক্ষা ৩৬টি।
Advertisement
আজকের ৩৭টিসহ জেলায় মোট শনাক্ত হলো ১৫৪টি। এর মধ্যে সদরে ৩০, গাংনী ৭৬ ও মুজিবনগরে ৪৮।
জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে সদরে ১০, গাংনী ১০ ও মুজিবনগরে ৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১৬ জন।
এদিকে মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে শুক্রবার আন্দবাস গ্রামের একজন ও মানিকনগর গ্রামের একজনের মৃত্যু হয়।
করোনা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই উল্লেখ করে সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, অনেকে এখনও স্বাস্থ্যবিধি না মেনে ঘর থেকে বের হচ্ছেন। যা আমাদের জেলায় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
Advertisement
আসিফ ইকবাল/এমএইচআর