লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ লাইকি ও বিগো লাইভের মাধ্যমে অবৈধভাবে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিট।
Advertisement
শনিবার (১২ জুন) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির একজন কর্মকর্তা।
তিনি বলেন, শনিবার রাজধানীতে অভিযান চালিয়ে লাইকি ও বিগো লাইভের মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়া একটি চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একটি টিম। এসব অ্যাপ ব্যবহারে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।
এ বিষয়ে রোববার (১৩ জুন) দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Advertisement
সিআইডি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৫০ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।
টিটি/এমএইচআর