দেশজুড়ে

সিলেটে ট্রাকচাপায় নিহত ২

সিলেট-তামাবিল মহাসড়কের পীরের বাজারে শনিবার দিবাগত রাত পৌনে ১১টায় একটি বেপরোয়া ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।জানা যায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে তামাবিল থেকে পাথরবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে সিলেট শহরের দিকে আসছিলো। পীরের বাজার নামক স্থানে পৌঁছা মাত্র ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লেগুনা ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপ দেয় বেপোরোয়া ট্রাকটি।ঘটনাস্থলে উপস্থিত খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল জাগো নিউজকে জানান, দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী ও পীরেরবাজার এলাকার বাসিন্দা রফিক মিয়া (৪৫) ও অটোরিকশা চালক স্থানীয় টিকর পাড়া এলাকার বাসিন্দা বাবুল ওরফে মদন নিহত হন। এর মধ্যে রফিক মিয়া ঘটনাস্থলে ও অটোরিকশা চালককে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে।ছামির মাহমুদ/এআরএস

Advertisement