জাতীয়

চট্টগ্রামে একদিনে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৫৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪০ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৮ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৭৪০ জনে।

Advertisement

শনিবার (১২ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার চারজনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৯২ ও বিভিন্ন উপজেলার ৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩০ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন, এপিক হেলথ কেয়ার ল্যাবে সাতজন, মেডিকেল হাসপাতাল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের চারজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এসএস/এএসএম