নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। আগের দিন যা ছিল ২৩ দশমিক ৮২ শতাংশ।
Advertisement
নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৫৯ জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জে ১১ জন, সোনাইমুড়িতে ছয়জন, চাটখিলে তিনজন, সেনবাগে তিনজন, কোম্পানীগঞ্জে ১৪ জন ও কবিরহাটে পাঁচজন রয়েছেন।
শনিবার (১২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি চাটখিল উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ১২৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।’
Advertisement
এদিকে সিভিল সার্জন অফিস জানায়, জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৩২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৪৪ ভাগ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৪১৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৮ জন ও আইসোলেশনে রয়েছেন ১০ জন।
এসএমএম/এএসএম
Advertisement