দেশজুড়ে

নড়াইলে বাড়ছে করোনা সংক্রমণের হার

নড়াইলে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

শুক্রবার (১১ জুন) সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, আক্রান্তদের মধ্যে নড়াইল সদরে ৩৬ জন, কালিয়ায় তিনজন এবং লোহাগড়া উপজেলায় ১২ জন আক্রান্ত হন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত দুই হাজার আটজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে এক হাজার ৭৬ জন, লোহাগড়ায় ৭৩৪ জন এবং কালিয়ায় ১৯৮ জন।

এছাড়াও এখন পর্যন্ত জেলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক হাজার ৮২৪ জন। এখন পর্যন্ত ১৫৭ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আইসোলেশনে আছেন ১৬৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নয়জন।

Advertisement

হাফিজুল নিলু/এআরএ