ক্যাম্পাস

ঢাবি ছাত্রীকে লাঞ্ছনাকারী ৩ দিনের রিমান্ডে

চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে চালকের সহকারী মো. মামুনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ড শুরু করেছে পুলিশ। এর আগে শনিবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।তিনি জাগো নিউজকে জানান, গত শুক্রবার শুকতারা পরিবহনের একটি বাসে সহকারী মামুন লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন এক ছাত্রী। পরে অভিযোগের সত্যতা পেয়ে জিডি মামলা হিসেবে গ্রহণ করা হয়। শুক্রবার রাতেই মামুনকে আটক করে শনিবার সকালে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠানো হয়। সেখানে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত শনিবার দুপুরে মানিকগঞ্জের বেতিলা বাসস্ট্যান্ড থেকে গাবতলীগামী শুকতারা পরিবহনের বাসটিতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বাসটি বেলা দেড়টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌঁছালে তার পাশের আসনে বসা যাত্রী নেমে যান। বাসচালকের সহকারী পাশের খালি আসনটিতে বসেন। একপর্যায়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ সময় তিনি এর প্রতিবাদ জানালে চালকের সহকারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। জিডিতে (অভিযোগপত্র) ওই ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন চালকের সহকারী। বেলা পৌনে দুইটার দিকে গাবতলী বাস টার্মিনালে নেমে যান তিনি।  বিষয়টি খতিয়ে দেখার পর ওই ছাত্রীর জিডি মামলা হিসেবে গ্রহণ করে থানা পুলিশ। পরে রাতেই মানিকগঞ্জ থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।জেইউ/এসএইচএস/আরআইপি

Advertisement