নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট একেএম জাহিদুল আজাদ নজরুলের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছে আওয়ামী লীগ বিএনপি-প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন। শনিবার বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথমদিনে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান এ ঘোষণা দেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৬ জনের মনোনয়ন পত্র বৈধ্য বলে ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জাগো নিউজকে জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট একেএম জাহিদুল আজাদ নজরুলের মনোনয়ন পত্রে আয়করের কাগজ জমা না দেয়ায় তার মনোনয়নটি বাতিল হয়। তবে আগামী ৩ দিনের মধ্যে এ মনোনয়নপত্রটি আপিলের সুযোগ রয়েছেন বলে তিনি জানান। বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ফজলে রাব্বী, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র সাদেকুর রহমান ভূইঁয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পারভিন আক্তার, রেহেনা আক্তার, আলেয়া আকতার, জাহেদা আকতার মনি, নুরুন নাহার রিতা ও রোকসানা আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনে জেলা রির্টানিং কর্মকর্তা তারিফুজ্জামানের কাছে মেয়র পদে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীসহ ৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬ ও সাধারণ কাউন্সিল ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি
Advertisement