আন্তর্জাতিক

জুলাই থেকে অধিকাংশ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে জার্মানি

আগামী ১ জুলাই থেকে অধিকাংশ দেশের ওপর থেকে মহামারি সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস শুক্রবার এ তথ্য জানিয়েছেন। জার্মানিতে ভ্যাকসিন কর্মসূচি সফলভাবে পরিচালনার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর এএফপির।

Advertisement

নতুন নিয়মে যেসব দেশে সাতদিনে সংক্রমণের হার প্রতি এক লাখে ৫০ থেকে ২০০ এর মধ্যে থাকবে সেসব দেশকে আর ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে বিবেচনা করা হবে না।

তবে যেসব দেশে সংক্রমণের হার এখনও বেশি অথবা ব্রিটেন, ভারতের মতো যেখানে করোনার নতুন ভ্যারিয়েন্ট অতিমাত্রায় ছড়াচ্ছে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আগের মতোই কার্যকর থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী মাস বলেন, ‘গ্রীষ্মে জার্মানিতে আশা আর আত্মবিশ্বাস ফিরে আসছে। অনেক জায়গায় আক্রান্তের সংখ্যা কমছে এবং আরও বেশি বেশি নাগরিক ভ্যাকসিন নিচ্ছেন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘দীর্ঘ কয়েক মাসের লকডাউন শেষে আমরা এখন আরও স্বাভাবিকের দিকে এগোতে পারি, এবং ভ্রমণের ক্ষেত্রেও তা আরোপিত হবে।’

তবে মন্ত্রী সতর্ক করে দেন যে, বিধিনিষেধ তুলে দেয়ার মানে এই নয় যে ‘অসতর্কতাকে স্বাগত জানানো।’

ভাইরাসের ভ্যারিয়েন্টগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘২০২১ সালের গ্রীষ্মে ছুটির সময়েও কেউ মহামারির দ্বারা অবাক হওয়ার দাবি করতে পারবেন না।’

শুক্রবার জার্মানিতে প্রতি এক লাখে সংক্রমণের হার ছিল ১৯ শতাংশ। সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে থাকায় সম্প্রতি বিধিনিষেধ আরও শিথিল করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে দোকানপাট ও রেস্টুরেন্ট পুনরায় চালুর অনুমতিও রয়েছে।

Advertisement

তবে দোকানে মাস্ক পরা, স্কুল শিক্ষার্থীদের নিয়মিত করোনা পরীক্ষা এবং অফিসের কর্মীদের বাসা থেকে কাজ করার আদেশ এখনও কার্যকর রয়েছে।

এমকে/এএসএম