বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় যশোরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার অভিযোগ তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম এ আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এর আগে গত রোববার (৯ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন।আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আদেশের দিন ধার্য করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় রাখা বক্তব্যে তারেক রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী। বঙ্গবন্ধুকে পাকবন্ধু উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানকে বাংলার জনগণ নায়ক হিসেবে দেখতে চাইলেও তিনি বরাবরই পাকিস্তানকেই নিরাপদ হিসেবে মনে করেছেন।
Advertisement