দেশজুড়ে

নদীতে আকস্মিক ভেঙে পড়ল ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে আকস্মিক ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। শুক্রবার (১১ জুন) সকালে গোপালপুর পৌর শহরের কোনাবাড়ি এলাকায় বৈরাণ নদীর ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ে। তবে এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ উপজেলার চার ইউনিয়বাসীর যোগাযোগ ব্যবস্থা।

Advertisement

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা দুই দিনের বৃষ্টিতে ব্রিজের দুটি পিলারসহ ব্রিজের একপাশ ভেঙে পড়ে। পরে ক্রমশই ব্রিজের ভাঙা অংশ বাড়তে থাকে। তবে এর অনেক আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তারপরও সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ থাকার পরও ব্রিজটি সংস্কারে কাজ করেনি কর্তৃপক্ষ। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানান তারা।

এ ব্রিজ দিয়ে উপজেলার ঝাওয়াইল, নগদাসিমলা, হাদিরা আর হেমনগর ইউনিয়নের মানুষ নিয়মিত যাতায়াত করেন বলে জানান স্থানীয়রা।

Advertisement

এ প্রসঙ্গে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে আমি পরিদর্শন করেছি। তবে ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। টানা দুইদিন বৃষ্টি হওয়ার ফলে ব্রিজটি ভেঙে পড়েছে। দ্রুত চলাচলের জন্য ব্রিজটি সংস্কারের ব্যবস্থা করে হবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস