সাহিত্য

উপদেশ

সিবগাতুর রহমান

Advertisement

মেয়েটার আজ চৌদ্দ হলোছেলেটার হলো পাঁচ,তোদের জন্য এই আশির্বাদমানুষের মতো বাঁচ।

মানুষের তরে গড়বি জীবনআপনার কথা ভুলি,সফল যারা হয়েছেন সবেইএই পথে গেছে চলি।

প্রদীপ সম নিজেরে দহিয়াআলো দিবি অপরে,এটাই হলো জীবনের মানেগেঁথে নিস অন্তরে।

Advertisement

থাকবি সদাই সত্যের সাথেসত্যেই আছে জয়,এ-পথে ভীষণ কাঁটার শঙ্কাতবু রবে নির্ভয়।

তোদের প্রতি রইল আমারছোট্ট এই উপদেশ,গাঁথিয়া রাখিস মনের মধ্যেথাকবিরে সদা বেশ।

আরজ করি সকলের কাছেরাখিবেন স্মরণে,সবার দোয়া থাকে যেন সাথেজীবনে ও মরণে।***

বিঃ দ্রঃ সন্তানের (শ্রুতি-মধু’র) জন্মদিনের শুভেচ্ছা হিসেবে বাবার উপদেশ।

Advertisement

জেএমএস/এএসএম