খেলাধুলা

ঢাকায় ফিরলো বিপিএল

আবারো ঢাকায় ফিরলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রায় এক সপ্তাহ পর রোববার থেকে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ খেলা।প্রথম রাউন্ডের এ পর্বের পাঁচদিনে নিশ্চিত হবে কোন চার দল গ্রুপ পর্ব পেরিয়ে অ্যালিমিনেশন রাউন্ডে খেলবে। পাশাপাশি সবগুলো দল তাদের সেরা বিদেশি তারকাকে দলে ভেড়ানোর ফলে এই পর্বের শুরু থেকেই বাড়তি উত্তেজনা দেখা যাবে। তাই এই পর্বে ক্রিকেটভক্তরা মাঠে আলাদা করে চোখ রাখবে।চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষে অবস্থানে রয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেট বিবেচনায় তাদের পিছনেই রয়েছে মাহমুদউল্লাহর বরিশাল বুলস। তৃতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। তবে ঘরের মাঠে খেলেও নিজেদের ভাগ্য ঘুরাতে পারেনি তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।চট্টগ্রামে নিজেদের চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। কিছুটা ভাগ্যের শিকে খুলেছে সিলেট সুপার স্টার্সের। ঢাকা পর্বে জয়বঞ্চিত থাকা দলটি চট্টগ্রামে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। তবে পরের ম্যাচে হেরে আবার চাপে পড়েছে মুশফিকরা। তাই শেষ দুই স্থানে থাকা এই দুই দলের শেষ চারে ওঠার সম্ভবনা নেই বললেই চলে।তবে শেষ চারে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেলেও একেবারে শেষ হয়ে যায়নি। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচগুলো জয় তুলে চেয়ে থাকতে হবে অন্যদলগুলোর ফলাফলের দিকে। রংপুর রাইডার্সের সবগুলো ম্যাচ এবং ঢাকা ডায়নামাইটসের কমপক্ষে তিনটি ম্যাচ হারলে তাদের শেষ চারে খেলার সম্ভাবনা থাকবে। তাই শেষ সময়ে দলদুটি আপ্রাণ চেষ্টা করবে নিজেদের ফিরিয়ে আনার।দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত সাফল্যে দারুণ এগিয়ে রয়েছেন দলদুটির ব্যাটসম্যানরা। বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রাম পর্ব শেষে সর্বাধিক ২৯০ রান করেছেন। ২২৮ রান নিয়ে তার পরেই রয়েছেন একই দলের তিলকারাত্নে দিলশান। তৃতীয় অবস্থানে ঢাকার অধিনায়ক সাঙ্গাকারা থাকলেও চতুর্থ এবং পঞ্চম স্থান দুটি যথাক্রমে সিলেট সুপার স্টার্সের দিলশান মুনাবীরা এবং অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে বল হাতে ১৩টি করে উইকেট নিয়ে সবার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তরুণ আবু হায়দার রনি।রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা সিলেট সুপার স্টার্সের মোকাবেলা করবে বরিশাল বুলস। এই ম্যাচে বাড়তি আকর্ষণ হিসাবে থাকছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের এই বিস্ফোরক ব্যাটসম্যান আগের দুই আসরে সব মিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন। আর তাতেই টুর্নামেন্ট সর্বোচ্চ তিনটি সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৩৮  ছক্কা মেরেছেন এই ভয়ঙ্কর ব্যাটসম্যান। লুইসের সেঞ্চুরির পর টুইটারে ঘোষণা দিয়েছিলেন তার জন্য একটি তুলে রাখতে। আর ঢাকায় পা রেখেই বললেন শুধু ছক্কায় সাক্ষাৎ হবে সবার সঙ্গে।শুধু বরিশালেই নয় তারকা সব খেলোয়াড় যুক্ত হয়েছেন প্রায় সব দলেই। টি-টোয়েন্টি আরেক বিধ্বংসী ব্যাটসম্যান শহীদ আফ্রিদি যোগ দিয়েছেন সিলেট সুপার স্টার্সের হয়ে। প্রথম ম্যাচেই অর্ধশত তুলে ঝড়ের পূর্বাভাস দিয়েছেন এই তারকা। এছাড়াও যোগ দিয়েছেন শোয়েব মালিক, উমর আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ ইরফান ও সোহেল তানভীরদের মতো তারকারা। তাই এই পর্বে আগে চেয়ে অনেক জমজমাট লড়াই হবে বলে প্রত্যাশা করছেন ক্রিকেটবোদ্ধারা।আরটি/এএইচ/আরআইপি

Advertisement