দেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট লড়াই আবাহনী-মোহামেডান ম্যাচে টস জিতেছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। দলের কোচ মেহরাব হোসেন অপি জাগো নিউজকে জানিয়েছেন, পাওয়ার প্লে'তে দ্রুত রান তুলে আবাহনীকে চাপে ফেলতে চান তারা।
Advertisement
সেই মোতাবেক টস জিতে আগে ব্যাটিংই নিয়েছেন সাকিব। মোহামেডান একাদশে এসেছে একটি পরিবর্তন। দলে নেই মিডল অর্ডার ব্যাটসম্যান নাদিফ চৌধুরী। অন্তর্ভুক্ত হয়েছেন টপঅর্ডার আব্দুল মজিদ। আবাহনী আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রয়েছে।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ছয় ম্যাচে পাঁচটিতে জিতেছে আবাহনী। অন্যদিকে প্রথম তিন ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচ হেরে গেছে মোহামেডান। আবাহনী একাদশ নাঈম শেখ, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাসম বিপ্লব, আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানজিম ইসলাম সাকিব, একেএস স্বাধীন।
মোহামেডান একাদশপারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান লিমন, সাকিব আল হাসান (অধিনায়ক), শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, আবু হায়দার রনি, আসিফ হাসান, আব্দুল মজিদ, শুভাগত হোম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি।
Advertisement
এআরবি/এসএএস/