মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় সীমান্তবর্তী আনন্দবাস ও মানিকনগর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে নিজ বাড়িতে একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।
Advertisement
তারা হলেন, আনন্দবাস গ্রামের সালেহার খাতুন (৭০) ও মানিকনগর গ্রামের সাবেক মেম্বার ইছার উদ্দীন (৭৫)।
বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর সিভিল সার্জন নাছির উদ্দীন।
তিনি জানান, গত ৩১ মে সালেহার খাতুন ও ৭ জুন ইছার উদ্দীনের করোনা শনাক্ত হয়। সালেহার খাতুন নিজ বাড়িতে ও ইছার উদ্দীন মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের দাফনের প্রক্রিয়া চলছে।
Advertisement
এদিকে গত ২৪ ঘণ্টায় মেহেরপুরের আরও ১২ জনের করোনা পজিটিভ ফল আসে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১৯ জন। এদের মধ্যে মুজিবনগরে রয়েছেন ৪০ জন।
আসিফ ইকবাল/এসএমএম/জিকেএস