উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (১০ জুন) ১৭ জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ শতাংশ।
Advertisement
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৫৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৮১৮ জন। আর করোনায় মারা গেছেন ২০ জন।
এদিকে বর্তমানে আক্রান্ত বা হোম আইসোলেশনে রয়েছেন ১৭ জন। এছাড়া বুধবার (৯ জুন) তিনজনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, ‘গত তিনদিন থেকে নমুনা পরীক্ষা ও শনাক্তের হার বাড়ছে। সংক্রমণ থেকে রক্ষা পেতে আমাদের নিয়মিত মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা উচিত।’
Advertisement
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার অ্যান্টিজেন পদ্ধতিতে ১৭ জনের নমুনা পরীক্ষায় চার বছরের এক শিশুসহ সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শিশুটির বাবা-মাসহ পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।’।
সফিকুল আলম/এসএমএম/জেআইএম