রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় সাতজন ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (১১ জুন) সকালে হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও নাটোরের একজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের জন্য স্বজনদের বলা হয়েছে।
তিনি আরও বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
Advertisement
ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী মেডিকেল কলেজে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৭৩ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭৪ টি নমুনা পরীক্ষার পর পজিটিভি রেজাল্ট এসেছে ১৬৪ জনের। এর মধ্যে রাজশাহীতে ৭০ জন, নাটোরে ৪৪ জন, নওগাঁ ২০ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২৯ জন করোনা পজিটিভ হন।
ফয়সাল আহমেদ/আরএইচ/জিকেএস