দেশজুড়ে

সুন্দরবনে আটকে পড়া জাহাজের উদ্ধার কাজ শুরু

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা চরে আটকে পড়া ফ্লাই আ্যাশবাহী জাহাজ এমভি শোভন-১ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। শনিবার সকালে কার্গো থেকে মালামাল অপসারণের কাজ শুরু করে ৩০ জন শ্রমিক। আটকে পড়া কার্গোর মালামাল এমভি সাথী ভাই নামের অপর একটি জাহাজে রাখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ মেট্রিক টন মালামাল খালস করা হয়েছে বলে বনবিভাগ সূত্র জানিয়েছে।গত ২ ডিসেম্বর রাত ১টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা চরে ৭৪৫ মেট্রিকটন ফ্লাইঅ্যাশ নিয়ে এমভি শোভন-১ নামের জাহাজটি আটকে পড়ে। রাতের বেলা ঘন কুয়াশায় চালক দিক হারিয়ে ফেলায় জাহাজটি চরে উঠে যায়। মেসার্স আলমগীর নেভিগেশন কোম্পানির ওই জাহাজটি গত ২৫ নভেম্বর ভারতের বজবজিয়া এলাকা থেকে সিমেন্ট তৈরির কাচামাল বোঝাই করে ঢাকার মুক্তাপুর আমিরাত সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হয় জাহাজটি।এ ব্যাপারে শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) এ কে এম ইউসুফ আলম জানান, ভোর ৬টা থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে। শোভন জাহাজ থেকে বেলচা-ঝুড়ি দিয়ে ফ্লাইঅ্যাশ তুলে অন্য জাহাজে রাখা হচ্ছে। আরো কয়েক ট্রন মালামাল খালাস করলে অন্য জাহাজের সঙ্গে বেঁধে জাহাজটি নামানো সম্ভব হবে। মেসার্স আলমগীর নেভিগেশন কোম্পানির সুপারভাইজার মো. জয়নাল আবেদীন জানান, মালামাল অপসারণ কাজ দ্রুত চলছে। বিকেলে ঢাকা থেকে আরো একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। সেটি হয়েতো রাতের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবে। অর্ধেক মালামাল খালাস হলেই দুই জাহাজে বেঁধে টেনে নামানোর চেষ্টা করা হবে। রোববার জাহাজটি চর থেকে নামানো সম্ভব হবে বলে আশা করেন।শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

Advertisement