রাজনীতি

জামায়াতকে ত্যাগ করার এখনও সময় আছে

জামায়াতকে ভারতীয় পুরাণের খল চরিত্র দুর্যোধনের সঙ্গে তুলনা করে  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এখনও সময় আছে জামায়াতের সঙ্গে ত্যাগ করুন।শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে বুঝবো যে বাংলাদেশের প্রতি আনুগত্যের অভাব, সাংবিধানিক রাজনীতির প্রতি বিশ্বাসের অভাব ও গনতান্ত্রিক রাজনীতির প্রতি অনীহা রয়েছে। তিনি বলেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধ স্বীকার করেছেন। আমরা মনে করলাম, বিএনপি এ থেকে শিক্ষা নিবে। কিন্তু এবারও পৌর নির্বাচনে যে জামায়াতের নিবন্ধন নেই তাদের ২৯ প্রার্থীকে তারা (বিএনপি) মনোয়নয় দিচ্ছে। অর্থাৎ তাদের জোট তারা বহাল রাখছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ওরা (জামায়াত) যুদ্ধাপরাধ স্বীকার করছে আপনি (খালেদা জিয়া) জোট করেছেন। মানুষ আপনাদের বোধদয় আশা করে। যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদী শক্তির সঙ্গে যারা জোট করে সেই দল আর যাই হোক গণতান্ত্রিক নয়।  সভায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের সমালোচনা করেন সুরঞ্জিত। দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কথায় কথায় বহিস্কার বহিস্কার করেন কেন? ওদের সময় দিন। সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক আখতারুজ্জামান ,সাবেক  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ।এএসএস/এএইচ/আরআইপি

Advertisement