বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শনিবার দুপুরে ধুনট থানার এসআই ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি রাজনৈতিক মামলা (মামলা নং জিআর ১৭/২০০৪) বগুড়া আদালতে বিচারাধীন রয়েছে।এছাড়া বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে তিনটি মামলা (মামলা নং ১, তারিখ-২/২/২০১৩, মামলা নং ৭ তারিখ-১১/১১/২০১৩ এবং মামলা নং ২, তারিখ-৬/৬/২০১৪) জেলা আদালতে বিচারাধীন রয়েছে।এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী মেয়র প্রার্থী হয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান মেয়র এজিএম বাদশাহ। তার বিরুদ্ধে রাজনৈতিক ও মারামারির ঘটনায় পৃথক দুইটি মামলা (মামলা নং জিআর-৭১/২০০৪ এবং ১৩২/২০০৭) আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে বগুড়া জেলা আদালতে এই মামলা দুইটির বিচার কাজ চলছে।ধুনট পৌরসভায় মোট ভোটার নয় হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ৯০৬ জন ও নারী ভোটার পাঁচ হাজার ১০ জন।উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার ধুনট পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। লিমন বাসার/এআরএ/আরআইপি
Advertisement