অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে গ্যাস সংযোগ প্রদানের দায়ে কেজিডিসিএল এর চার কর্মকর্তা ও এক গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন- কোম্পানিটির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) মো. সারওয়ার হোসেন, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী, ট্রান্সমিশন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, সার্ভেয়ার মো. দিদারুল আলম ও গ্রাহক মুজিবুর রহমান। এদের মধ্যে সারওয়ার হোসেন ও মজিবুর রহমানকে আজ (বৃহস্পতিবার) গ্রেফতার করা হয়েছে।’
Advertisement
তিনি আরও বলেন, ‘গ্রেফতার কেজিডিসিএলর দুই কর্মকর্তাকে আজ দুপুরে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়াও মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
আদালত সূত্রে জানা গেছে, দুদকের মামলায় গ্রেফতার কেজিডিসিএলর দুই কর্মকর্তাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিজানুর রহমান/এসএস/জিকেএস
Advertisement