শিক্ষা

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পুনর্মিলনী নিবন্ধন শুরু রোববার

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পুনর্মিলনী নিবন্ধন শুরু রোববার

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন শুরু হবে রোববার থেকে। আর পুনর্মিলনী অনুষ্ঠান হবে ২৫ ডিসেম্বর। শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো আয়োজক সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাশেদুল করিম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। অংশগ্রহণেচ্ছু ল্যাবরেটরিয়ানদের নিবন্ধনের জন্য ৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। স্কুল প্রাঙ্গণে অবস্থিত ওলসা কার্যালয়ে এজন্য যোগাযোগ করতে বলা হয়েছে।এনএম/এসএইচএস/আরআইপি

Advertisement