ধর্ম

মডেল মসজিদে যেসব সুবিধা পাবেন

দেশের প্রতিটি জেলা-উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব পরিকল্পনায় ইতোমধ্যে ৫০টি মসজিদ নির্মাণ কাজ শেষ হয়েছে। ১০ জুন সেসব মসজিদের ভার্চুয়াল উদ্বোধন করেছেন তিনি।

Advertisement

জানা যায়, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসমূহে নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে। দেশব্যাপী মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করে শক্তিশালী ইসলামি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

পাঠকের জন্য সেসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সুযোগ-সুবিধা তুলে ধরা হলো-

১. নারী-পুরুষের পৃথক ওজু ও নামাজ আদায়ের ব্যবস্থা২. প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা৩. ইসলামিক বই বিক্রয় কেন্দ্র৪. ইসলামিক লাইব্রেরি৫. অটিজম কর্নার৬. ইমাম ট্রেনিং সেন্টার৭. ইসলামিক গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম৮. হেফজখানা৯. শিশু ও গণশিক্ষার ব্যবস্থা১০. দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা১১. মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা১২. হজযাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ১৩. ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং১৪. ইমাম-মুয়াজ্জিনের আবাসন১৫. সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীর জন্য অফিসের ব্যবস্থা।

Advertisement

এ ছাড়াও মডেল মসজিদগুলো থেকে ইসলামের সঠিক মর্মবাণী প্রচার হবে। ইসলামের সঠিক জ্ঞানচর্চা হবে। মুসলমানরা আরও সচেতন হবেন। তারা জ্ঞান-বিজ্ঞান চর্চায় আরও এগিয়ে যাবেন।

এসইউ/জিকেএস