আইএস নিয়ে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে বক্তব্য না দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার বিকেলে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।রিপন বলেন, সরকারের লোকদের আহ্বান জানাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কোন সর্ম্পক ক্ষুন্ন হয় এমন বক্তব্য থেকে বিরত থাকুন। সহকারী পররাষ্ট্র বিষয়ক সচিব নিশা দিশাই বাংলাদেশে আসার প্রাককালে সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য দুই দেশের সর্ম্পকের অবনতি হতে পারে।কোন দেশকে ব্লেম গেইম না করে অন্য কাউকে দায়ী না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে।তিনি আরো বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। দেশে আইএস নাই সরকারের এমন কথায় আস্থা রাখতে চাই। সরকার প্রায় সময়েই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে সন্ত্রাসী, জঙ্গিবাদের তকমা লাগিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করে। এগুলো দেশে বিদেশে উগ্রপন্থি হিসেবে প্রচার করে।সরকারের এ চেষ্টা সফল হবে না। বিএনপি জঙ্গি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত তা দেশে বিদেশে কেউ বিশ্বাস করে না।রিপন বলেন, বিরোধী দল কোন আন্দোলন করছে না। পুনর্গঠন নিয়ে কাজ করছে। কোন কর্মসূচি নেই। সরকার এর পরও যদি বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে জঙ্গি, আইএসের তকমা লাগানোর চেষ্টা করে তাতে লাভ হবে না। শুধু আত্মতৃপ্তি পেতে পারে।সংবাদ সম্মেলনে বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।এমএম/এএইচ/আরআইপি
Advertisement