জাতীয়

কক্সবাজারে সাবেক বিডিআর সদস্যসহ আটক দুই, অস্ত্র-গুলি জব্দ

কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান একটি অস্ত্র ও এক রাউন্ড গুলি নিয়ে সাবেক বিডিআরসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

Advertisement

বুধবার (৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ইমরুল হাসান মফিজ (২৮) ও শেখ সালাহ উদ্দিন (৩৪)। তাদের মধ্যে শেখ সালাহ উদ্দিন সাবেক বিডিআর সদস্য। তিনি ২০০৯ সালে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় আড়াই বছর সাজা ভোগ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, কক্সবাজারের চকরিয়ার কোনাখালী এলাকায় একদল লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জাগো নিউজকে বলেন, ‘গোপন সূত্রে সংবাদ পেয়ে কক্সবাজারের চকরিয়া থেকে অস্ত্র ও গুলি নিয়ে সাবেক বিডিআর সদস্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

মিজানুর রহমান/এএএইচ/এমকেএইচ