মাগুরায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সন্দেহভাজন রোগী ও শনাক্তের সংখ্যা বিবেচনায় গত মে মাসের চেয়ে চলতি জুন মাসের প্রথম ৯ দিনেই আক্রান্তের হার বেড়েছে প্রায় তিন গুণ। এ অবস্থায় এখনই সচেতন না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ।
Advertisement
মাগুরা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহভাজন মোট ২৬২ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এরমধ্যে ৩৬ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ।
এদিকে মে মাসে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ ফল আসে। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ। আর এপ্রিল মাসে ৯৯১ জনের পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ শতাংশ।
মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জাগো নিউজকে বলেন, ‘জেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে নিয়োমিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। সবাই বিষয়টি মনিটরিং করছি। করোনার সংক্রমণ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।’
Advertisement
আরাফাত হোসেন/এসএমএম/এমকেএইচ