দেশজুড়ে

নোয়াখালীতে আরও ৮৭ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আরও ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪১৪টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এতে করোনা আক্রান্তের হার ২১ দশমিক ০১ শতাংশ।

Advertisement

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত নয় হাজার ৩৭৭ জন। মোট মৃতের সংখ্যা ১২৫ জন। এতে আক্রান্তের হার ১০ দশমিক ২৯ ও মৃত্যুর হার এক দশমিক ৩৩ ভাগ। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯১ হাজার ৯৭ জনের।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘করোনা সংক্রমণ রোধে নোয়াখালী পৌরসভা ও সদরের ছয়টি ইউনিয়নে লকডাউন চলছে। বুধবার পঞ্চমদিন লকডাউন এলাকায় সাতটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪১টি মামলা দিয়ে এক লাখ ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে।’

Advertisement

এসজে/এমকেএইচ