বিনোদন

মুক্তিযোদ্ধা ইরেশ, রাজাকার কন্যা মিলি!

এলাকার নামকরা রাজাকারের কন্যা ফারহানা মিলি। স্বভাবে শান্ত-সুবোধ। অন্যদিকে, দেশকে পাকিস্তানি হায়নাদের ছোবল থেকে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছেন ইরেশ যাকের। লক্ষ্য একটাই- যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করা। যুদ্ধ করতে করতে একসময় মিলিদের বাড়িতে এসে আশ্রয় নেয় ইরেশ। কিন্তু মিলির বাবা রাজাকার বাবা তাকে পাকি সেন্যদের হাতে ধরিয়ে দেন।এমনটি দেখা যাবে মুক্তিযুদ্ধের একটি নাটকে। মহান একাত্তরের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘আগুনের ফুল’। রচনা ও পরিচালনা করেছেন শিমুল সরকার।তিনি জানালেন, ‘১৬ ডিসেম্বরের জন্য জন্য নির্মাণ করেছি নাটকটি। এরইমধ্যে দৃশ্যধারণও শেষ হয়েছে। এখন চলছে এডিটিং।’পরিচালক জানালেন, ‘আগুনের ফুল’ নাটকটি ১৬ ডিসেম্বর রাতে বাংলাভিশনে প্রচার হবে। ‘আগুনের ফুল’ নাটকতে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, আরফান আহমেদ ও শামীমা নাজনীন প্রমুখ।এনই/এলএ

Advertisement