কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. শাহীনকে প্রধান করে দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে শুক্রবার রাতে স্থানীয় যুবদল কর্মী রুবেল মিয়া এ মামলা দায়ের করেন। ভৈরব উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন গ্রুপের কর্মী রুবেল। সংস্কারপন্থী হওয়ার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। মামলাটি দায়েরের পর পুলিশ নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালায় বলে অভিযোগ স্থানীয় বিএনপির। এদিকে, শুক্রবার রাতে শহরের জগন্নাথপুর এলাকা থেকে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান খোকনকে গ্রেফতার করার কথা পুলিশ জানালেও শনিবার সকালে তাকে রুবেলের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।এর আগে গত ৩০ নভেম্বর সোমবার আসন্ন পৌর নির্বাচনের প্রার্থী মনোনীত করার বিষয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মো. শরীফুল আলমের উপস্থিতিতে এক সভা আহ্বান করে বিএনপি। সভা চলাকালে গিয়াস উদ্দিন গ্রুপের নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেনের নেতৃত্বে একদল যুবক ওই সভায় হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শরীফুল আলম এক ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শরীফুল আলমকে উদ্ধার করে।পৌর মেয়র হাজী মো. শাহিন বলেন, গিয়াস উদ্দিন ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছেন। তার লোকজনই সেদিন আমাদের উপর হামলা চালিয়েছে। এখন তারাই উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।আসাদুজ্জামান ফারুক/এআরএ/আরআইপি
Advertisement