জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করেছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভলোপমেন্ড ফাউন্ডেশন (পিডিএফ) শাখা। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে অমর একুশের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান বলেন, আমরা সকলেই কোন না কোন ভাবে প্রতিবন্ধী। কাজেই কাউকে প্রতিবন্ধী হিসেবে দেখার সুযোগ নেই। যাদের একটু শারীরিক সমস্যা রয়েছে তাদের পাশে থাকলে তারা কোন ভাবেই তাদের সমস্যার কথা বুঝতে পারবেনা।পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বলেন, প্রতিবন্ধী বান্ধব বিশ্ববিদ্যালয় তথা দেশ গড়ার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। সংগঠনটির সভাপতি কাউসার হামিদ বলেন, আমরা যতদিন আছি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে থাকবো এবং তাদের অধিকার নিয়ে কাজ করব।আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ম-লির সদস্য, আইবিএ-জেইউয়ের সহকারি অধ্যাপক আইরনি আখতার, প্রতœতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল এইচ ভূঁইয়া, আইবিএ-জেইউয়ের অধ্যাপক কামরুল আরেফিন, আইন ও বিচার বিভাগের সভাপতি মো. রবিউল ইসলাম, পিডিএফ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ, হাসানুল বান্না ইফতেখারুল আরেফিন, পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. সুমন আলী প্রমূখ।উল্লেখ পিডিএফ ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে বর্তমানে দেশের ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছে।হাফিজুর রহমান/এএইচ/আরআইপি
Advertisement