দেশজুড়ে

নড়াইলে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ

নড়াইলে হঠাৎ করে বেড়ে গেছে করোনা সংক্রমণের হার। জেলায় নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

বুধবার (৯ জুন) জেলায় ৭৬ জনের নমুনা সংগ্রহ করে ২৯ জনের করোনা পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ৪০ শতাংশ।

নড়াইল জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার বলেন, ‘আগামী সপ্তাহে প্রশাসন ও করোনা নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে জরুরি সভা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, নড়াইল জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫২জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮২৪ জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আটজন।

Advertisement

হাফিজুল নিলু/এসএমএম/এএসএম