জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৫ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : জাপানের বর্তমান সংবিধান কবে প্রণীত হয়? উত্তর : ১৯৪৭ সালে। ২. প্রশ্ন : জাপানের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীর নাম কী? উত্তর : মাকিকো তানাকা। ৩. প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান এশিয়ার কোন দেশ দখল করে রেখেছিল? উত্তর: কোরিয়া। ৪. প্রশ্ন : কত সালে জাপান তাইওয়ান দখল করে? উত্তর : ১৮৯৫ সালে। ৫. প্রশ্ন : চীন জাপান থেকে তাইওয়ানকে পুনরুদ্ধার করে কত সালে? উত্তর : ১৯৪৫ সালে। ৬. প্রশ্ন : তাইওয়ান কবে জাতিসংঘ কর্তৃক বহিষ্কৃত হয়? উত্তর : ২৫ অক্টোবর ১৯৭১। ৭. প্রশ্ন : কখন থেকে তাইওয়ানে গণতান্ত্রিক সংস্কার কাজ শুরু হয়? উত্তর : ১৯৮০ সালে। ৮. প্রশ্ন : কত সালে তাইওয়ানের সামরিক শাসনের অবসান ঘটে? উত্তর : ১৯৮৭ সালে। ৯. প্রশ্ন : ১৯৪৯ সালের পর কবে তাইওয়ানে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর : ২০ ডিসেম্বর ১৯৯২ সালে। ১০. প্রশ্ন : কোন দেশকে দ্বৈত রাজনৈতিক দেশ বলা হয়? উত্তর : তাইওয়ান। ১১. প্রশ্ন : তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি? উত্তর : ভ্যাটিকান। ১২. প্রশ্ন : কতটি দ্বীপ নিয়ে ফিলিপাইন দেশ গড়ে উঠেছে? উত্তর : ৭,১০০টি। ১৩. প্রশ্ন : ফিলিপাইন কবে স্বাধীনতা অর্জন করে? উত্তর : ৪ জুলাই ১৯৪৬। ১৪. প্রশ্ন : ‘সুবিক বে’ কিসের জন্য বিখ্যাত ছিল? উত্তর : ফিলিপাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। ১৫. প্রশ্ন : ফিলিপাইনের ‘সুবিক বে’ থেকে মার্কিন নৌঘাঁটি কোথায় স্থানান্তরিত হয়? উত্তর: সিঙ্গাপুরে। ১৬. প্রশ্ন : Mora National Liceration Front (MNLF) কোন দেশের স্বাধীনতাকামী সংগঠনের নাম? উত্তর : ফিলিপাইন। ১৭. প্রশ্ন : আবু সায়াফ কোন দেশের গেরিলা সংগঠনের নাম? উত্তর : ফিলিপাইন। ১৮. প্রশ্ন : এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমান ঘাঁটি কোনটি? উত্তর : কার্ক। ১৯. প্রশ্ন : ইরাক কবে স্বাধীনতা লাভ করে? উত্তর : ১৯৩২ সালে। ২০. প্রশ্ন : সাদ্দাম হোসেন কবে ইরাকের প্রেসিডেন্ট হন? উত্তর : ১৯৭৯ সালে।এসইউ/আরআইপি

Advertisement