বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যালটের মাধ্যমে হোক আর রাজপথে সংগ্রামের মাধ্যমেই হোক অল্প সময়ের মধ্যেই জনগণের ম্যান্ডেট নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় যাবে ২০ দলীয় জোট। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ কল্যাণ পার্টির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৫’ অধিবেশনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় কাউন্সিলররা বিনাভোটে নির্বাচিত হচ্ছেন। সেখানে সরকার দলীয় লোকজন অন্যদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয় নি। যেখানেই বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেই সরকার নানাভাবে জুলুম নির্যাতন এবং গ্রেফতার চালিয়ে যাচ্ছে।তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এই নির্বাচনে কারচুপি হবে জেনেও আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা জেনেশুনে বিষপান করতে চাইনা। বিগত ঢাকা সিটির মত আরেকটি নির্বাচন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা সব কিছু ঠিক করে রেখেছে। নির্বাচন কমিশন প্রশাসনের সহায়তায় সরকারের এই এজেন্ডা বাস্তবায়ন করবে।তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নির্বাসিত। মানবাধিকার ভুলুণ্ঠিত। জীবনের গ্যারান্টি নেই। রাজনীতিতে হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। দেশে একটি সংসদ আছে কিন্তু কোনো আইন নেই।আয়োজক সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে সম্মেলনের আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর কল্যাণ পার্টির সভাপতি আলী হোসেন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. ইকবাল হাসান মাহমুদ, অ্যাড. আজাদ মাহবুব প্রমুখ।এমএম/এসএইচএস/আরআইপি
Advertisement