জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মীর আহমেদ আলী সালাম সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করে।মামলার অন্য আসামিরা হলেন- বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকে মুসা পলাতক রয়েছেন।১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
Advertisement