লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই স্কুলশিক্ষক মারা গেছেন। মঙ্গলবার (৮ জুন) রাত সাতটার দিকে জেলার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
Advertisement
তারা হলেন- লালমনিরহাট শহরে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো (৪৬) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মন্ডল লুলু (৫৫)।
ডা. নির্মলেন্দু বলেন, অমিতা দেবো আজ বিকেলে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর জিয়াউল হক মন্ডল লুলু নিজ বাড়িতে সোমবার (৭ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা লালমনিরহাট শহরের সাপ্টানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত কয়েক দিন ধরে লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৭-৩৮ শতাংশ, যা দুই মাসে আগে ছিল ১০-১১ শতাংশ। আজ ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর জেলায় মোট মৃত্যু হয়েছে ১৬ জনের।
Advertisement
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসা চার শিক্ষার্থীসহ আট ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেরত আসা চার শিক্ষার্থীসহ ১০ ব্যক্তির করোনা শনাক্ত হলো। সোমবার (৭ জুন) করোনা শনাক্ত দুজনের মধ্যে একজনের (৪০) বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায় এবং আরেকজন (৪০) নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
এমএসএইচ