লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
Advertisement
মঙ্গলবার (৮ জুন) বিকেলে এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে।
মামলায় অভিযুক্ত মো. ইউছুফ কারাগারে। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্র জানায়, মঙ্গলবার (১ জুন) বিকেলে অষ্টম শ্রেণির ওই ছাত্র শায়েস্তানগর গ্রামে পুকুরপাড়ে বসা ছিল। এ সময় ইউছুফ তাকে কৌশলে ডেকে পাশের একটি বন্ধ মাদরাসায় নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে ইউছুফকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার দিনই ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে ইউছুফকে জেলা কারাগারে পাঠানো হয়।
Advertisement
এদিকে মামলাটি তুলে নিতে ইউছুফের পরিবারের লোকজন বিভিন্নভাবে বাদীকে হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ বাদীর। এনিয়ে তারা আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনাটি শুনেছি। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস
Advertisement